১ লাখ ৩৮ হাজার গাছ লাগাবে আনসার-ভিডিপি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে বাহিনীর সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন কার্যালয়ে রোপণ করা হবে ১ লাখ ৩৮ হাজার ৪১০টি বৃক্ষ। বাহিনীর প্রতিটি ইউনিটে খালি স্থানে ফল ও ভেষজ গাছ লাগানো হবে। গতকাল বাহিনীটির সদর দপ্তর খিলগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এসময় তিনি বলেন, আনসার বাহিনীতে ৬১ লাখ সদস্য আছেন। বৃক্ষরোপণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজ করছে। প্রতিবছর পরিত্যক্ত জমিতে গাছ লাগিয়ে এই আন্দোলনে যোগ দেই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বের যে তাপমাত্রা বাড়ছে সেই সঙ্গে বন্যা, ঝড় ও গ্রিন হাউজ ইফেক্ট রোধে এই বৃক্ষরোপণ জরুরি। এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশনস) মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহবুদ্দিনসহ সদর দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।