যত্রতত্র হর্নে বাড়ছে নানা রোগ
প্রথম আলো
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫২
অফিস শেষে নিয়মিত রিকশায় বাসায় ফেরেন আরাফাত পারভেজ। প্রধান সড়ক ছেড়ে এলাকায় প্রবেশ করতে উচ্চ শব্দের হর্ন তার কানে এল। রিকশাচালককে রাস্তার ধার ঘেঁষে চালাতে অনুরোধ করলেন। দেখলেন, একটা মোটরসাইকেল শাঁই করে চলে গেল। পেছনে ফিরে দেখলেন, আর কোনো গাড়ি নেই। দুই চাকার বাহনে ট্রাকের হর্ন! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির দেখাও মেলে। ছোটখাটো...