বসুন্ধরায় লেবানন জাতীয় দলের ফুটবলার!
এরই মধ্যে দেশের সেরা বেশির ভাগ ফুটবলারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দেশসেরা ফুটবলারের সঙ্গে ভালো মানের বিদেশি সংগ্রহ করেই মূলত বাজিমাত করেছে বসুন্ধরা। রাশিয়া বিশ্বকাপ খেলে আসা কোস্টিারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের পাশাপাশি কিরগিজস্তান জাতীয় দলের মিডফিল্ডার বখতিয়ার দুশোভেকভ ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়ুস মৌসুমজুড়ে মাঠ মাতিয়েছেন নবাগত দলটির জার্সি গায়ে। নতুন মৌসুমকে সামনে রেখে ইতিমধ্যে তারা দল গোছানোর মিশনে নেমে পড়েছে। শিরোপা জিতানোর কারিগর কলিন্দ্রেসকে নতুন মৌসুমের জন্য রেখে দিয়েছে তারা। নতুন বিদেশির খোঁজে থাকা কিংসের ডেরায় আসছেন লেবানন জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ জালাল। লেবানন লীগের বর্তমান চ্যাম্পিয়ন আল আহেদ ক্লাবের এই স্ট্রাইকার মূলত ট্রায়ালে আসবেন বসুন্ধরা কিংসে। ট্রায়ালে তাকে পছন্দ হলেই দলে নেয়া হবে বলে জানিয়েছেন দলটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু। মোহাম্মদ জালাল লেবাননের ক্লাব আল আহেদে গত পাঁচ মৌসুম কাটিয়েছেন। ক্লাবটির হয়ে তিনবার লেবাবন লীগ, দুইবার সুপার কাপ ও দুইবার লেবানন কাপ শিরোপার স্বাদ নিয়েছেন তিনি। লেবানন অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলা ছাড়াও তিনি লেবানন জাতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন। মোহাম্মদ জালাল আল আহেদ ছাড়া এখনও অন্য কোনো ক্লাবে খেলেননি। এই স্ট্রাইকার প্রথমবারের মতো বিদেশি কোনো ক্লাবের হয়ে খেলতে আসবেন। তার খেলার ভিডিও দেখে অনেকটাই সন্তুষ্ট কিংস ম্যানেজমেন্ট। সূত্র অনুযায়ী তাকে সরাসরি প্র্যাকটিসে দেখার পর মাসিক ১৩ হাজার ইউএস ডলারের বিনিময়ে দলে ভেড়াতে চাইছে বাংলাদেশ ফুটবলের নতুন এই জায়ান্ট ক্লাবটি।
- ট্যাগ:
- খেলা
- জাতীয় দাবা