![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/03/05/8e8f460f4fc787a140b79b15c611e44e-58bc22abb54fa.jpg?jadewits_media_id=759703)
ছেলের সঙ্গে অভিমান করে গায়ে আগুন
প্রথম আলো
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ১৬:৪৫
ভোলায় পারুল বেগম (৩৭) নামের এক নারী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ছেলেকে বুঝিয়ে–শুনিয়েও মাদ্রাসায় পাঠাতে পারছিলেন না বলে ক্ষোভে–অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।