You have reached your daily news limit

Please log in to continue


সাকিবকে নিচে নামিয়ে দুইয়ে স্টোকস

হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্টে ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ইংল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দেন বেন স্টোকস। ম্যাচে বল হাতে ৪ উইকেটও নেন তিনি। তারই প্রভাব পড়লো র‌্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে তিনে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্টোকস। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্টোকসের রেটিং পয়েন্ট ৪১১। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার চারশ’র বেশি রেটিং পেলেন এই ইংলিশ অলরাউন্ডার। তৃতীয় স্থানে থাকা সাকিবের ৩৯৯ পয়েন্ট। আর ৪৩৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। স্টোকস বড়সড় লাফ দিয়েছেন ব্যাটিং র‌্যাংকিংয়েও। প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা ১৫’তে। ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ১৩ নম্বরে অবস্থান করছেন স্টোকস। শুধু বোলিং র‌্যাংকিংয়ে অবশ্য আগের ২৮ নম্বর অবস্থানেই রয়েছেন তিনি। স্টোকসের সতীর্ত জফরা আর্চারেরও উন্নতি হয়েছে বোলার র‌্যাঙ্কিংয়ে। মাত্র দুই টেস্ট খেলেই এ পেসার উঠে এসেছেন ৪৩ নম্বরে। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন আর্চার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের ডানহাতি পেসার জসপ্রিত বুমরাহ। তিনি ৯ ধাপ এগিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।একই ম্যাচে ৫ উইকেট নেয়া উইন্ডিজ পেসার কেমার রোচ ৩ ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন এখন। ব্যাটসম্যান র‌্যাঙ্কিয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষে ভারতের বিরাট কোহলি। এরপর অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের চেতেশ্বর পূজারা ও নিউজিল্যান্ডের হেনরি নিকোলস।আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংজেসন হোল্ডার (উইন্ডিজ)- ৪৩৩ পয়েন্টবেন স্টোকস (ইংল্যান্ড)- ৪১১ পয়েন্টসাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৯৯ পয়েন্টরবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৯৫ পয়েন্টভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)- ৩২৬ পয়েন্ট
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন