ক্ষতিকর রাসায়নিক খাবার ছাড়াই শেরপুরে গড়ে উঠছে পাঁচ শতাধিক দেশি মুরগীর খামার
আমাদের সময়
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ২৩:৪১
শেখ নাঈমা জাবীন : ক্ষতিকর রাসায়নিক খাবার ছাড়াই শেরপুরে গড়ে উঠছে পাঁচ শতাধিক দেশি মুরগীর খামার। মুনাফা ভালো হওয়ায় এই পদ্ধতিতে খামার করে আর্থিক ভাবে স্বচ্ছল শেরপুরের ৩ হাজারেরও বেশি পডিরবারি। খামারিরা বলছেন, এই পদ্ধতি অন্যান্য জেলায় ছড়িয়ে দিতে পারলে একদিকে যেমন বেকার সমস্যা কমবে, অন্যদিকে মিলবে বিষমুক্ত মুরগীর মাংস। একাত্তর টিভি, ১৪.০০ বগুড়ার শেরপুরে …