প্রথমবারের মতো ঢালিউডের একটি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করবেন বলিউডের আলোচিত তারকা সানি লিওন। সোমবার এক ভিডিওবার্তায় শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ চলচ্চিত্রে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এ অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও একই তথ্য নিশ্চিত করেছেন। মুম্বই থেকে সেলিম খান জানান, আসছে সেপ্টেম্বরে শুরু হবে ‘বিক্ষোভ’ ছবিটি। আর একই মাসের মাঝামাঝি সময়ে মুম্বইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবেন সানি লিওন। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। এদিকে ইতিমধ্যে এ ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টেপাধ্যায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় ছবিটির শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শ্রাবন্তীর। তবে তার নায়ক হিসেবে এ ছবিতে কে থাকছেন তা এখনো জানাননি পরিচালক। শুধু জানিয়েছেন, শিগগিরই এ ছবির নায়ক চূড়ান্ত করা হবে। নিরাপদ সড়কের আন্দোলনকে উপজীব্য করে শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে ভারতের রজতাভ দত্ত, বাংলাদেশের অমিত হাসানসহ আরো অনেকে অভিনয় করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.