![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/12/813c527fe2fb0474aefa37d1b98f8971-jessor.jpg?jadewits_media_id=587524)
যশোরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল
প্রথম আলো
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ১৪:১৭
যশোরের অভয়নগর উপজেলায় ক্ষিতীশ চন্দ্র হালদার নামের এক জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল করা হয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে ভুয়া ওয়ারিশান সনদ তৈরির মাধ্যমে ওই জাল দলিল নিবন্ধন করা হয়েছে। ক্ষিতীশ চন্দ্র হালদার উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামের বাসিন্দা। ওই জাল দলিল বাতিল এবং জাল দলিল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষিতীশ চন্দ্র...