![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/05/30/c407adb8f0b8dde047fa0ebef01b1124-5ceff413b18ad.jpg?jadewits_media_id=1443709)
এক বছরেও সরকারি হয়নি শিক্ষক–কর্মচারীদের চাকরি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯, ১৫:২৯
প্রতিষ্ঠান সরকারি হওয়ার পর এক বছর পার হলেও দেশের ৩০১টি কলেজের কমবেশি প্রায় ১৬ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি এখনো সরকারি হয়নি। যাচাইয়ের কাজ শেষ না হওয়ার কারণে তাঁরা হতাশ হয়ে পড়েছেন। দেরি হওয়ায় সুবিধাবঞ্চিত হয়েই অনেক শিক্ষককে অবসরে যেতে হচ্ছে।