মুসফিরাহ হাবীব : বলিউডে চলছে ‘দাবাং থ্রি’-র শুটিং। আর এর মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দধি পান্ডে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।প্রথমে মুম্বাইয়ের লাইফলাইন হাসপাতালে ভর্তির পর দধির অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় অন্ধেরির হোলি স্পিরিট হাসপাতালে। সেখানে বেশ কয়েকদিন অভিনেতাকে আইসিইউ-তে রাখা হয়। যে ক’দিন দধি পান্ডে হোলি স্পিরিট হাসপাতালে ছিলেন, …