![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/06/e055e58446653291384d486105e8df3e-5d490d86c3e15.jpg?jadewits_media_id=1460738)
মোবাইল রিচার্জসহ নতুন ফিচার আনল এক্সট্রা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১১:১৫
অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ সুবিধাসহ পছন্দসই উপহার কেনার সুবিধা আনল ডিজিটাল উপহার পাঠানোর প্ল্যাটফর্ম এক্সট্রা। করপোরেট ও ব্যক্তিগত ব্যবহারকারীর চাহিদা অনুসারে অ্যাপটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। এক্সট্রা ব্যবহারকারীরা নিজের মোবাইল রিচার্জ পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জ উপহার হিসেবে পাঠাতে পারবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোবাইল রিচার্জ