![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/02/ae4497abfe6de607db09ee05212e7e79-5d43c7022a322.jpg?jadewits_media_id=1459721)
‘এপিএসি বিজনেস’ ম্যাগাজিনে ‘ডি মানি’
প্রথম আলো
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ১১:১৩
‘এপিএসি বিজনেস’ ম্যাগাজিনে চলতি বছরের সম্ভাবনাময় শীর্ষ ১০ ওয়ালেটের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ফিনটেক স্টার্টআপ ডি মানি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ ১০ ওয়ালেটের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে স্থান পাওয়া একমাত্র ওয়ালেট ডি মানি।