রিয়ালের সামনে আবারও বেনফিকা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৫৪
লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ–বেনফিকার নাটকীয় লড়াইয়ের রেশ এখনও শেষ হয়নি। এর মধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের ড্র আবারও দুই দলকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করার লড়াইয়ে ফেব্রুয়ারিতেই দুবার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ–বেনফিকা। আজ সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে–অফ ড্রতে এই লাইনআপ চূড়ান্ত হয়েছে।
শেষ ষোলোর প্লে–অফে যারা মুখোমুখি
বেনফিকা–রিয়াল মাদ্রিদ
মোনাকো–পিএসজি
কারাবাগ–নিউক্যাসল
বোডো/গ্লিমট–ইন্টার মিলান
গালাতাসারাই–জুভেন্টাস
ডর্টমুন্ড–আতালান্তা
ক্লাব ব্রুগা–আতলেতিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস–লেভারকুসেন
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- রিয়াল মাদ্রিদ