পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে। বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটা নেটিজেনদের হালকা বিনোদন দেওয়ার মতোই।
লাহোরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলকে সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ। আকাশ চোপড়ার নজরে আসার পর উত্তর দিতে মোটেও দেরি করেননি। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আজ দুপুরে লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মান রেখে বলছি অস্ট্রেলিয়ার বি দলের সঙ্গে সিরিজ হচ্ছে। অনেক তারকা ক্রিকেটাররাই খেলছেন না। আর ১৭০ রানের ম্যাচে ২০ রানের জয়কে তেমন বড় কোনো জয় বলা যায় না।’