একটি দল আওয়ামী লীগের রেখে যাওয়া টাকা নির্বাচনে খরচ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:১৪

ঢাকা-৮ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, 'একটি দল আওয়ামী লীগের রেখে যাওয়া টাকা নির্বাচনে খরচ করছে।'


তিনি আরও অভিযোগ করেন, একটা পরিবার বাংলাদেশের সংস্কার কার্যক্রম ভণ্ডুল করে দিয়েছে।


আজ শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়েন।


নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রয়েছে অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষের শেয়ার বাজার থেকে অনেকের পকেটে টাকা কেটে নিয়েছিল। ব্যাংক ডাকাতি করেছিল, লোপাট করেছিল। ক্যাশ টাকা বিভিন্ন জায়গায় তারা রেখে গিয়েছিল। অন্য একটি দল আওয়ামী লীগের যে রেখে যাওয়া সম্পত্তি, যে টাকা, এগুলো দখল করেছে অনেকে। ওই টাকাগুলো এই ইলেকশনে খরচ করছে।'


'দেখছেন না, মিডিয়ায় এক সেকেন্ডের বাইটের পরে আরেক সেকেন্ডের "ধানের শেষে ভোট দিন" চলে আসে? মিডিয়াগুলোকে ক্রয় করা হয়েছে এবং গত এক বছরে চাঁদাবাজি করে যে ধরনের অর্থ তারা নিয়েছে, কালো বাজারির টাকা, জুয়ার টাকা, সন্ত্রাসী কার্যক্রমের টাকা, আওয়ামী লীগের টাকা—এই টাকা দিয়ে এখন তারা ঢাকা-১৭তে কড়াইল বস্তিতে ভোট কিনতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের থেকে ভোট কিনছে এবং কার্ড দিয়ে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা চালাচ্ছে। আমরা ১১-দলীয় জোট বলবো, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, কালো টাকা, এগুলোর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই,' যোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও