চীনে মিয়ানমারের স্ক্যাম মাফিয়া দলের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর
চীন মিয়ানমারে বেশ কয়েকটি স্ক্যাম কেন্দ্র পরিচালনা করা এক কুখ্যাত পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
দেশটির ঝেজিয়াং প্রদেশের একটি আদালত গত সেপ্টেম্বরে মিং পরিবারের এই সদস্যদের হত্যা, অবৈধ আটক, প্রতারণা, জুয়ার আড্ডা পরিচালনার জন্য মৃত্যুদণ্ড দিয়েছিল। নভেম্বরে তাদের আপিল আবেদন প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালত।
বিবিসি জানিয়েছে, চীনের সীমান্তবর্তী মিয়ানমারের শান্ত, নিরিবিলি শহর লাউক্কাই পরিচালনা করা বেশ কয়েকটি গোষ্ঠীর একটি হল মিং পরিবার। তাদের অধীনে দরিদ্র, বিচ্ছিন্ন এই শহরটি অনলাইন স্ক্যাম, মানব পাচার, মাদক কারবারের মাধ্যমে ক্যাসিনো এবং রেড-লাইট এলাকাগুলোর এক ঝলমলে কেন্দ্রে পরিণত হয়।