গ্রিসে ৩ শতাধিক প্রবাসীকে দুই মাস ভুগিয়ে অবশেষে রেমিটেন্সের টাকা দিল ন্যাশনাল ব্যাংক
দুই মাস ভোগান্তির পর গ্রিসে ন্যাশনাল ব্যাংকের নিজস্ব মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে পাঠানো প্রবাসীদের রেমিটেন্সের অর্থ বুঝে পেয়েছেন স্বজনরা।
ব্যাংকের অভ্যন্তরীণ জটিলতায় গত ২৫ নভেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ সময় গ্রিসে থাকা এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের প্রধান ফটক তালাবন্ধ ছিল।
তাতে দেশিটিতে থাকা ৩০৬ জন প্রবাসী বাংলাদেশির পাঠানো ৬ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা আটকে যায়। গ্রিস থেকে অর্থ পাঠালেও দেশে থাকা স্বজনরা তা সময়মত বুঝে পাননি।
বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় গ্রিসে থাকা বাংলাদেশ দূতাবাসে। রাষ্ট্রদূত তা অভিযোগ আকারে জানান অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পররাষ্ট্র মন্ত্রালয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকেও গত দুই দিন ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন বিভাগে যোগাযোগ করা হয়।
অবশেষে বুধবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বুঝে পেয়েছেন দেশে থাকা স্বজনরা।