নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৭

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার নতুন চুক্তি হয়েছে। ফলে দেশটিতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ আপাতত নিশ্চিত। তবে প্রায় ২০ কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপের নীতিমালা থেকে শুরু করে কনটেন্ট দেখানোর ধরন পর্যন্ত কিছু পরিবর্তন আসতে পারে।


টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামোর আওতায় টিকটকের যুক্তরাষ্ট্র অংশ আলাদা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। নতুন এই প্রতিষ্ঠানের মালিকানায় থাকছে মূলত মার্কিন বিনিয়োগকারীরা। বোর্ডে থাকছেন সাতজন পরিচালক। তাদের একজন টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ। চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের অংশীদারত্ব থাকছে ১৯ দশমিক ৯ শতাংশ।


টিকটকের মূল শক্তি হলো এর কনটেন্ট সুপারিশ অ্যালগরিদম। কোন ভিডিও ব্যবহারকারীর ‘ফর ইউ’ ফিডে দেখাবে সেটি এই অ্যালগরিদমই ঠিক করে। নতুন চুক্তির আওতায় এই অ্যালগরিদমের একটি লাইসেন্স দেওয়া হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলকে। এর আগেও ‘প্রজেক্ট টেক্সাস’ নামে একটি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ওরাকল যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের ডেটা দেখভাল করছিল।


এবার ওরাকল আরও বড় দায়িত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটার ভিত্তিতে অ্যালগরিদমকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। আপডেটও হবে যুক্তরাষ্ট্রের ভেতরেই। টিকটকের দাবি, ব্যবহারকারীর ডেটা ও অ্যালগরিদম— দুটিই ওরাকলের নিরাপদ মার্কিন ক্লাউডে সংরক্ষিত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও