প্রীতম–মেহজাবীনকে নিয়ে শিহাবের নতুন সিরিজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৩
স্পাই থ্রিলার গল্পে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান জুটি বেঁধেছেন শিহাব শাহীনের নির্মাণে ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ হবে এই সিরিজটি। চিত্রনাট্যে এক সাধারণ তরুণের স্পাই হয়ে ওঠার গল্প তুলে ধরবেন এই নির্মাতা।
শাহীন গ্লিটজকে বলেন, "ড্রামা, থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিরিজ এটি। এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে সিরিজের গল্প আবর্তিত হবে। মেহজাবীন ও প্রীতমকে এবার ভিন্নভাবে দেখা যাবে। আশা করছি সিরিজটি সবার বেশ পছন্দ হবে।"
সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। সিরিজের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
মেহজাবীন ও প্রীতম ছাড়া আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু।