যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে না টিকটক, চূড়ান্ত চুক্তিতে যা আছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ২৩:০৩

টিকটক গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা এমন একটি চুক্তিতে উপনীত হয়েছে, যার মাধ্যমে জনপ্রিয় এই শর্ট ভিডিও অ্যাপটি যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।


ট্রাম্পের প্রথম মেয়াদে নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার যে চেষ্টা শুরু হয়েছিল, দীর্ঘদিনের সেই টানাপোড়েনের অবসান ঘটল এই চুক্তির মাধ্যমে।


২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি তাদের মার্কিন কার্যক্রম আমেরিকান বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে ব্যর্থ হতো, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই আইন কার্যকরের সময়সীমা বারবার পিছিয়ে দিয়েছিলেন।


বাইটড্যান্স চীনা কোম্পানি হওয়ায় ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কয়েক বছর ধরে ওয়াশিংটন টিকটককে তাদের ব্যবসা বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।


যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের আশঙ্কা ছিল, বেইজিং হয়তো কোম্পানিটিকে ব্যবহারকারীদের তথ্য হস্তান্তরে বাধ্য করতে পারে। তবে টিকটক এবং বাইটড্যান্স শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও