খালেদা জিয়ার ৩ আসনে ধানের শীষের প্রার্থী কারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী করা হয়েছে। বিএনপি যখন প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করে, তখন তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। তার শারীরিক অবস্থার নিয়ে নানা শঙ্কা দেখা দেয়।


এই অবস্থায় বিএনপি খালেদা জিয়ার তিনটি আসনে ‘বিকল্প’ প্রার্থীও রাখেন। এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুর্শেদ মিল্টন, দিনাজপুর-৩ (সদর) আসনে পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং ফেনী-১ (সদর) আসনে রফিকুল ইসলাম মজনু বিকল্প প্রার্থী হন।


বিএনপি চেয়ারপারসন ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরই অবশ্য আলোচনা উঠেছিল, প্রার্থীর মৃত্যুতে এসব আসনের কী হবে। পরে নির্বাচন কমিশন নির্বাচনি আইনের বরাতে জানায়, যেহেতু যাচাই-বাছাইয়ের আগে অর্থাৎ প্রার্থী বৈধ হওয়ার মারা গেছেন, ফলে নতুন করে আর তফসিলের প্রয়োজন হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও