ঘরের মাঠে দুয়ো শুনলে অনেক কষ্ট হয় ভিনিসিউসের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ২৩:১১
প্রতিপক্ষের সমর্থকদের থেকে দুয়ো আর কটু কথা প্রায়ই শোনেন ভিনিসিউস জুনিয়র। সেই তেতো অভিজ্ঞতা এখন তার ঘরের মাঠেও হয়, দুয়ো শুনতে হয় রেয়াল মাদ্রিদের সমর্থকদের কাছ থেকেই! ক্লাব সমর্থকদের এমন আচরণ স্বাভাবিকভাবেই অনেক কষ্ট দেয় তাকে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে রেয়াল সমর্থকরা দুয়ো দিয়েছেন ভিনিসিউসকে। দলের ব্যর্থতার জন্য শূলে চড়ানো হয়েছে তাকে। সেসবের জবাব এবার পারফরম্যান্স মাধ্যমে দিয়েছেন এই উইঙ্গার।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নিজ আঙিনায় মোনাকোর বিপক্ষে বল পায়ে দ্যুতি ছড়ান ভিনিসিউস। ৬-১ গোলে জয়ের ম্যাচে নিজে পান জালের দেখা। সঙ্গে তিনটি গোলে রাখেন অবদান।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার