ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার
আলোচিত ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
সোমবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি জানান, তাদের দুজনের বিরুদ্ধে ৩৯১টি পরোয়ানা রয়েছে। এরমধ্যে রাসেলের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে ২৬৩টি এবং শামীমার বিরুদ্ধে ১২৮টি।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আমার থানায় তাদের দুজনের বিরুদ্ধে বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। সে হিসাবে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি আমাদেরকে অবগত করেছে।”
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্টটিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মত পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি।
তাদের চটকদার অফারের ‘প্রলোভনে’ অনেকেই বিপুল অংকের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করার আশায়। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি; ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেয়নি।