ঘুমের ঘোরে কথা বলা: মনের গোপন সত্য নাকি মস্তিষ্কের ‘ত্রুটি’?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৪

কেউ ঘুমের মধ্যে বিড়বিড় করেন, কেউবা আবার শুরু করেন উচ্চকণ্ঠে তর্ক। মাঝেমধ্যে এ সংলাপে যোগ হয় গালিগালাজ বা অদ্ভুত সব কাল্পনিক গল্প। মানুষের চেতনার প্রদীপ যখন নিভে যাওয়ার কথা তখনই মস্তিষ্কের কিছু অংশ হুট করে জেগে উঠলে এই বিচিত্র পরিস্থিতির তৈরি হয়।


‘লড়াইটা সোয়া একটায় শুরু হবে। সবাই কি এর জন্য লাইন ধরে প্রস্তুত?’, ‘আমরা ফুড রুলেত খেলছি, ফুড রুলেত! হ্যাঁ, সেখানে বিষাক্ত এক্লেয়ার বা এক ধরনের মিষ্টি রয়েছে’, ‘সেই কুমিরটা যখন এডউইনার পা কামড়ে ছিঁড়ে নিল, তখনও সে কাঁদল না।”


উপরের এসব উক্তিই ডিওন ম্যাকগ্রেগরের অদ্ভুত ও অবচেতন জগতের কথা। তিনি ছিলেন মার্কিন গীতিকার ও ঘুমের মধ্যে প্রচুর কথা বলায় পারদর্শী লোক।


খাবার, বিচিত্র সব চরিত্র ও কাল্পনিক সব অদ্ভুত ঘটনা নিয়ে ঘুমের মধ্যে দীর্ঘ বক্তৃতার জন্য বন্ধু মহলে বেশ পরিচিত ছিলেন ম্যাকগ্রেগর। তার রাতের বেলার এসব সংলাপ তার রুমমেট ও বন্ধুদের কাছে এতটাই পরিচিত ও বিরক্তিকর ছিল যে, তারা সেগুলো রেকর্ড ও একটি অ্যালবাম তৈরি করেন, যা ১৯৬৪ সালে ‘ডেকা রেকর্ডস’ থেকে তা প্রথম প্রকাশ পায় বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট পপুলার সায়েন্স।


কয়েক দশক পরে তার ঘুমের মধ্যে বলা এসব কথা আনুষ্ঠানিকভাবে বিশ্লেষণ করেন মনোবিজ্ঞানীদের একটি দল। ঘুমের ঘোরে কথা বলাটা বিস্ময়করভাবে অনেক বেশি সাধারণ বিষয়।


পরিসংখ্যান অনুসারে, ঘুমের মধ্যে কথা বলার হার ভিন্ন ভিন্ন হলেও প্রায় ৬৫ শতাংশ মানুষ দাবি করেন, জীবনে অন্তত একবার হলেও ঘুমের মধ্যে কথা বলেছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও