ইরানে নেতৃত্ব পরিবর্তন চান ট্রাম্প, তীব্র প্রতিক্রিয়া তেহরানের

দেশ রূপান্তর প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০২

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে ঘিরে কয়েক হাজার মানুষের প্রাণহানির ঘটনার পর দেশটির নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত মিলেছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন তিনি।


শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে নতুন নেতৃত্বের কথা ভাবার সময় এসেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমননীতির জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের মতে, একজন রাষ্ট্রনেতা হিসেবে খামেনির ভূমিকা দেশকে স্থিতিশীলতার বদলে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে এবং বিক্ষোভ দমনে যে মাত্রার সহিংসতা দেখা গেছে, তা নজিরবিহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও