৭২ বছরে এসে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
গান দিয়েই অঞ্জন দত্তকে চেনে অধিকাংশ মানুষ। তবে শুধু সংগীতশিল্পী নন—তিনি অভিনেতা, পরিচালক, লেখক; এক কথায় সিনেমা ও সংস্কৃতির মানুষ। বছরের পর বছর ধরে নানা মাধ্যমে নিজের জীবনের টুকরো টুকরো গল্প তিনি লিখেছেন বা বলেছেন। সেই গল্প কখনো উঠে এসেছে তার কলমে, কখনো অন্যের লেখায়। কিন্তু এবার নিজের জীবনের কথা নিজেই গুছিয়ে লিখলেন অঞ্জন দত্ত।
১৫ জানুয়ারি প্রকাশ পেয়েছে তার আত্মজীবনী ‘অঞ্জন নিয়ে’। বইটি প্রকাশ করেছে দে’জ প্রকাশনী।
১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে পা রাখবেন ৭৩–এ। জন্মদিনকে সামনে রেখেই নিজের নতুন এই সৃষ্টি পাঠকের হাতে তুলে দিলেন তিনি।
১৫ জানুয়ারি কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে বইটির প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শীর্ষক অনুষ্ঠানের। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তার হাতেই বইটির মোড়ক উন্মোচন হয়।
- ট্যাগ:
- বিনোদন
- আত্মজীবনী
- অঞ্জন দত্ত