অভিবাসী শ্রমিকদের গল্প: ঢাকা উৎসবে প্রিমিয়ার ‘ড্রেইনড বাই ড্রিমস’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৪৯

অভিবাসী শ্রমিকদের জীবনকাহিনী নিয়ে ‘ড্রেইন্ড বাই ড্রিমস’ নামের সিনেমা নির্মাণ করেছেন পরিচালক শেখ আল মামুন।


সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


নির্মাতা জানিয়েছেন, শনিবার বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে সিনেমাটি।


বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ড্রেইনড বাই ড্রিমস’। ৮৪ মিনিট দৈর্ঘের এই সিনেমাটি কোরিয়ান ও বাংলা দুই ভাষায় দেখা যাবে।


সিনেমার চিত্রনাট্য আবর্তিত হয়েছে সেলিম নামের এক অভিবাসী শ্রমিককে ঘিরে। কোরিয়ায় কাজ শেষে দেশে ফেরার প্রস্তুতির নেন তিনি। কিন্তু তাকে দেশে ফিরে না আসার অনুরোধ জানায় তার পরিবার। সেখানে নিজের থাকার ব্যবস্থা করতে সেলিম একটি আসবাবপত্র কারখানায় চাকরি নেয়। শুরু হয় তার নতুন জীবনের লড়াই ও আত্মঅন্বেষণের গল্প। সেলিমের সেই লড়াইয়ের গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও