একীভূত ৫ ব্যাংক: এবার খড়গ মুনাফায়, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭

ব্যাংকে সঞ্চয় রেখে এমনিতেই বিপদে ছিলেন তারা; প্রয়োজনের সময় নিজের টাকাই তুলতে পারছিলেন না। বছর দেড়েকের বেশি সময় ধরে ভোগান্তির শেষ ছিল না। চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন টাকা ফেরত পাওয়া নিয়ে। এখন আবার সেই গ্রাহকদের ওপরই পড়েছে নতুন কোপ, দেখা দিয়েছে আতঙ্ক।


লুটেরাদের লোভের বলি হিসেবে শুধু মুনাফা বঞ্চিতই হচ্ছেন না তারা, উল্টো বাংকগুলোর লোকসানের কারণে জমা রাখা আমানত থেকে টাকা কেটে নেওয়ার মুখে পড়েছেন। যারা লাভ দেখানোর কারণে আগে মুনাফা পেয়েও গেছেন তাদের থেকে এখন কেটে নেওয়া হবে মুনাফা।


একীভূত করা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ওপর এবার এভাবেই নতুন খড়গ চাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


সবশেষ দুই বছরের সঞ্চিত অর্থের ওপর তাদের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন পদক্ষেপকে গ্রাহকরা দেখছেন ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ হিসেবে।


কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আর্থিক খাতের বিশ্লেষকরাও। তারা এটিকে গ্রাহকদের সঙ্গে অবিচার বলে মনে করছেন।


ব্যাংকগুলোর লোকসানে পড়াকে কারণ হিসেবে দেখিয়ে বাংলাদেশ ব্যাংক বুধবার ২০২৪ ও ২০২৫ পঞ্জিকা বছরের জন্য গ্রাহকদের মুনাফা না দিতে নির্দেশ দিয়েছে। যদিও আগের বছর অর্থাৎ ২০২৩ সালে পাঁচটির মধ্যে চারটি ব্যাংকই মুনাফায় ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও