নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে: মাহ্দী আমিন
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ২১:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও চরিত্রহনন চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন চালানো হচ্ছে। এসব অপপ্রচার নির্বাচনপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
- ট্যাগ:
- রাজনীতি
- জাতীয় সংসদ