ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র 'অত্যন্ত কঠোর ব্যবস্থা' নেবে।
তবে সেই কঠোর ব্যবস্থার ধরন স্পষ্ট করেননি তিনি। এদিকে তেহরান মার্কিন এই সতর্কতাকে 'সামরিক হস্তক্ষেপের অজুহাত' বলে আখ্যা দিয়েছে।
মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ওরা যদি এমন কিছু করে, তাহলে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব।' তিনি এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
তিনি আরও বলেন, 'যখন তারা হাজার হাজার মানুষ হত্যা করতে শুরু করে...আর এখন আপনারা ফাঁসির কথাও বলছেন। দেখা যাক, শেষ পর্যন্ত বিষয়টি তাদের জন্য কী পরিণতি ডেকে আনে।'
এর আগে মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানিদের 'বিক্ষোভ চালিয়ে যেতে' আহ্বান জানান। তিনি লেখেন, 'বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।'
তবে তিনি কোন বৈঠকগুলোর কথা বলছেন বা সেই সহায়তার ধরন কী হবে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।