নির্বাচন সামনে রেখে অন-অ্যারাইভাল ভিসায় কঠোর হচ্ছে সরকার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ওপর সজাগ দৃষ্টি রাখছে সরকার। নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিদেশি নাগরিকদের স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থল এবং ফিরতি টিকিটসহ সামগ্রিক গতিবিধি নজরদারিতে রাখা হবে।


সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে সরকার একটি সুনির্দিষ্ট নির্দেশনাও জারি করেছে। ঢাকা পোস্টের হাতে আসা নথি এবং দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।


বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের ভিসা ও আগমন-প্রস্থানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সময়োপযোগী ও যৌক্তিক। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ আইনসম্মত হলেও, একই সঙ্গে বৈধ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের পেশাগত কাজে যেন অযথা বিঘ্ন না ঘটে, সেই ভারসাম্য বজায় রাখা জরুরি। এ ছাড়া সমন্বিত নজরদারি, স্বচ্ছ ভিসা প্রক্রিয়া ও তথ্য সংরক্ষণের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হলে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনও সম্ভব হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও