বিজয় আমাদের হয়ে গেছে : নুরুল হক
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ২১:২৩
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আল্লাহর রহমতে বলতে পারি, বিজয় আমাদের হয়ে গেছে। ইনশাআল্লাহ ১২ তারিখে কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ চিশতী (রহ.) এর স্মরণে আয়োজিত ৪৯তম বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে নুরুল হক নুর বলেন, আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। ওয়াজ মাহফিলে যেমন যাই, তেমনি ওরশ মাহফিলেও আপনাদের সঙ্গে উপস্থিত থাকাটা আমার দায়িত্ব।