বার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপা
প্রথম আলো
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১২:০৯
রোমাঞ্চকর এক ফাইনালে শেষ পর্যন্ত প্রতিশোধটা নেওয়া হলো না রিয়াল মাদ্রিদের। টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গেছে তারা। জমে ওঠা ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল, কিন্তু তৃতীয়বার আর পারেনি। শেষ পর্যন্ত ৩–২ গোলে হার।
এর ফলে কোচ হিসেবে ৮ ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে সব কটি জেতার কীর্তি ধরে রাখলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ—সব কটি ফাইনালই জিতেছিলেন তিনি। বার্সেলোনায় এসে জিতেছেন একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপ। তিনটিই রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
- ট্যাগ:
- খেলা
- বার্সেলোনা