গ্রুপ চ্যাটিংয়ের ঝামেলা কমাতে হোয়াটসঅ্যাপের নতুন ৩ ফিচার
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপটিকে আরও সহজ করার লক্ষ্যে তিনটি নতুন আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
এসব আপডেট প্রধাণত আসছে গ্রুপ চ্যাটের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে ‘মেম্বার ট্যাগ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি গ্রুপে নিজের নামের সঙ্গে একটি করে ‘ট্যাগ’ বা ছোট পরিচয় যোগ করতে পারবেন, যাতে অন্যরা সহজেই বুঝতে পারে গ্রুপে সেই ব্যক্তির ভূমিকা বা পরিচয় কী।
এ আপডেট এমন সব হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে কাজে লাগবে, যেখানে একই নামের একাধিক সদস্য রয়েছেন। যেসব গ্রুপে সদস্যরা এখনও একে অপরের সঙ্গে খুব একটা পরিচিত নন সেখানেও নতুন আপডেটটি বেশ কার্যকর বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট।
সাম্প্রতিক বছরগুলোতে হোয়াটসঅ্যাপের বড় ধরনের পরিবর্তনেরই অংশ হচ্ছে এই আপডেট। একসময় কেবল বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার মাধ্যম ছিল মেটার মালিকানাধীন অ্যাপটি।
তবে এখন এমন এক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে হোয়াটসঅ্যাপ, যেখানে অনেক মানুষ সাধারণ কোনো আগ্রহের বিষয় নিয়ে বড় ‘কমিউনিটি’ বা দল তৈরি করে যুক্ত থাকতে পারেন।
হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে বলেছে, “আমরা সবাই জীবনে একেক সময় একেক ভূমিকা পালন করি। ফলে মাঝেমধ্যে গ্রুপ চ্যাটিংয়ে নিজের পরিচয় আরও স্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজন হয়।