বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রের সমর্থন, জবাবে জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ইরানি সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সেনাবাহিনী জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। সেনাবাহিনী বলেছে, তারা কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি সুরক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। পাশাপাশি ‘শত্রুর ষড়যন্ত্র’ নস্যাতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
আজ শনিবার ইরানের কয়েকটি আধা সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরায়েল ও কিছু ‘শত্রুভাবাপন্ন সন্ত্রাসী গোষ্ঠী’ দেশের জননিরাপত্তা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু তা দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। কয়েক বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করছে। বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাতে এরই মধ্যে ৬৫ জন প্রাণ হারিয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিক্ষোভ
- ডোনাল্ড ট্রাম্প