ইরানে তীব্র হচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ, নতুন হুমকি ট্রাম্পের

ডেইলি স্টার ইরান প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১৪:৩১

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া অসন্তোষ এখন তীব্র সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে। চলমান বিক্ষোভ ঠেকাতে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা।


এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান 'চরম সংকটে' রয়েছে। তিনি আবারও সতর্ক করে বলেন যে প্রয়োজনে তিনি সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।


শুক্রবার ট্রাম্প বলেন, 'ইরান বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে, মানুষ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি।'


গত জুনে ইরানে বোমা হামলা চালান ট্রাম্প। গত সপ্তাহে তেহরানকে সতর্ক করেন। এবার তিনি নতুন করে হুমকি দিয়ে বলেছেন, 'তোমরা গুলি চালানো শুরু করো না, কারণ করলে আমরাও গুলি চালাব।'


মানবাধিকার সংস্থাগুলো প্রায় দুই সপ্তাহে বিক্ষোভকারীদের ডজনখানেক নিহতের তথ্য নিশ্চিত করেছে। ইরানি রাষ্ট্রীয় টিভিতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ছবি-ভিডিও দেখানো হচ্ছে, আর আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে রাতের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও