প্রশাসন একপেশে হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় : জামায়াত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ২১:৪৪
প্রশাসন যদি একপেশে আচরণ করে তাহলে এদেশে কখনই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি বলছে, আসন্ন নির্বাচনকেন্দ্রিক দেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন নিরপেক্ষ না থাকলে, সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান না চালালে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। বৈঠক পরিচালনা করেন সদস্যসচিব মাওলানা আবদুল হালিম। কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।