বিএনপির আসন সমঝোতায় ‘বিদ্রোহী’ কাঁটা, স্বস্তিতে কেবল সেলিম ও ববি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আসন সমঝোতার সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে শরিক দলগুলোকে সন্তুষ্ট রাখতে আসন ছেড়ে দেওয়ার কৌশল, অন্যদিকে নিজ দলের ভেতরেই বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান— এই দুইয়ের চাপে অনেকটা অস্বস্তিতে পড়েছে রাজপথের প্রধান এই দলটি।


সমঝোতার অংশ হিসেবে বিএনপি ছেড়ে দেওয়া ১৪টি আসনের মধ্যে ছয়জন শরিক দলের প্রার্থী নিজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে, অন্য আটজন প্রার্থী নিজ নিজ দলের প্রতীকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।


কাগজে-কলমে বিএনপি যে ১৪টি আসন ছেড়ে দিয়েছে তার মধ্যে মাত্র দুটি আসন বাদে বাকি সবগুলোতে দলটির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে শরিক দলগুলো কেবল নির্বাচনী প্রতিযোগিতায় নয়, নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও