অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার
নেত্রকোনা পৌর শহরের বাহিরচাপড়া এলাকায় অন্যের জমি দখলে নিতে রাতারাতি ঘর বানিয়ে বাউল সাধকের ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক পার্শ্ববর্তী বালুয়াখালি গ্রামের মাহমুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।
অভিযুক্তরা হলেন পৌর শহরের বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আমির বাশার (৫৫) ও তাঁর ভাই মো. এমরান বাশার (৪৫), একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৫০), মো. খাইরুল মিয়া (৪০), মো. কালা মিয়ার ছেলে মো. সাজ্জাদুল (৩৮) ও মো. সোহরাব (৪৫)।
অভিযোগে মাহমুদা আক্তার জানান, তাঁর পৈতৃক সম্পত্তি ১ একর ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে পাশের গ্রামের আমির বাশার ও এমরান বাশারসহ কয়েকজন মিলে দখলের চেষ্টা করছেন। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভেকু দিয়ে মাটি কেটে ওই জমির কিছু অংশ ভরাট করে। পরে বাড়িতে আগেই তৈরি করে রাখা দুটি ঘর নিয়ে এসে সেখানে স্থাপন করে। ঘরের সামনে বাউল সাধকের ব্যানার টানিয়ে রাখা হয়। খবর পেয়ে পরদিন এ বিষয়ে বাধা দিতে গেলে দখলদারেরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।