হলফনামায় তারা যা বলেন এবং যা গোপন করেন…

জাগো নিউজ ২৪ আমীন আল রশীদ প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:১৩

নিজের ব্যাংকে আছে এক হাজার টাকা। স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণ! এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রের সঙ্গে দেয়া হলফনামায় তিনি যে তথ্য দিয়েছেন, সেখানে বলা হয়েছে: তার ব্যাংক হিসাবে মাত্র ১ হাজার ১৭৬ টাকা আছে। তার স্ত্রীর ব্যাংক হিসাবে কোনো টাকা নেই। তবে স্ত্রীর কাছে নগদ রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা এবং ১৮৭ ভরি স্বর্ণ। স্থাবর সম্পদের হিসাবে ফয়জুল করিমের রয়েছে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি, অকৃষি জমি ২ দশমিক ৪০ শতাংশ, পৈতৃক সূত্রে পাওয়া ৬৬১ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন (দোকান) এবং ২ হাজার ১৩ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট।


১৮৭ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য চার কোটি টাকার চেয়ে বেশি। প্রশ্ন হলো, যার এত স্থাবর সম্পত্তি এবং স্ত্রীর প্রায় দুইশো ভরি স্বর্ণ আছে, তার ব্যাংকে মাত্র এক হাজার টাকা থাকে কী করে? এর দুটি ব্যাখ্যা হতে পারে। ১. ওইসব স্বর্ণ তার স্ত্রী উপহার হিসেবে পেয়েছেন এবং এগুলো স্বর্ণের দাম যখন অনেক কম ছিল, সেই সময়ের কেনা। ২. তিনি ব্যাংকে বেশি টাকা রাখেন না। যেমন হলফনামায় ফয়জুল করিম উল্লেখ করেছেন, তার হাতে নগদ অর্থ রয়েছে ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা। প্রশ্ন হলো, ব্যাংকে না রেখে তিনি এবং তার স্ত্রী এত টাকা নগদ বা হাতে রাখছেন কেন? দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর তাদের আস্থা নেই নাকি তারা এটাকে হারাম মনে করেন? নাকি হলফনামায় যা বলেছেন, গোপন করেছেন তারও বেশি?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও