সোমবার থেকে শীত আরও বাড়বে

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:১০

সকাল গড়িয়ে দুপুরে সূর্য উকি দিলেও এখনো চারদিক কুয়াশাচ্ছন্ন। আরও কমে গেছে রাজধানী ঢাকার তাপমাত্রা।


আজ শনিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ছিল ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিগগির এই পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সিলেট-ময়মনসিংহসহ পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। এছাড়া, রাজশাহী-চুয়াডাঙ্গাসহ পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।'


'রোববার সূর্যের দেখা মিলতে পারে। তবে সোমবার থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে শুরু করবে,' যোগ করেন তিনি।


সূর্যের দেখা মিললেও উজ্জ্বল কিরণ পাওয়ার সম্ভাবনা কম বলে ডেইলি স্টারকে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। বলেন, 'মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চারপাশ কুয়াচ্ছন্ন থাকবে। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কমে আসবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও