৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, একাধিক ফ্ল্যাট-জমি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে বড় ধরনের পরিবর্তন এসেছে ৬ বছরের ব্যবধানে। এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণের বেশি। একইসঙ্গে স্থাবর সম্পদের তালিকা বেড়েছে কয়েকগুণ।
২০১৯ সালে তার জমা দেওয়া হলফনামার সঙ্গে ২০২৫ সালে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামার তুলনায় এই তথ্য পাওয়া গেছে।
নিজেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে উল্লেখ করা ফারহানা ২০১৯ সালে বার্ষিক আয় দেখিয়েছিলেন ৪ লাখ ৩৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে আয় ছিল ৪ লাখ টাকা এবং ব্যাংক আমানত থেকে আয় ৩৪ হাজার ১০০ টাকা।
আর ২০২৫ সালের হলফনামায় তার ঘোষিত বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। অর্থাৎ ৬ বছরের ব্যবধানে তার আয় বেড়েছে অন্তত ২২ গুণ।
- ট্যাগ:
- রাজনীতি
- সম্পদ
- হলফনামা
- রুমিন ফারহানা