লাইভে বিয়ে, ডিভোর্স নিয়ে প্রশ্ন প্রসঙ্গে যা বললেন প্রভা

প্রথম আলো প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

বছরের প্রথম দিন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আড্ডা দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই আড্ডায় তিনি ভক্তদের নানা মন্তব্যের উত্তর দেন। তবে ভক্তদের সতর্ক করে শুরুতেই জানিয়ে রাখলেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করলে চেষ্টা করবেন উত্তর না দিতে। তবে নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখেও পড়তে হয় প্রভাকে।


বিভিন্ন সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমের নানা মন্তব্য নিয়ে বিরক্ত হন অভিনেত্রী প্রভা। এ নিয়ে প্রকাশ্যেও একাধিকবার কথা বলেছেন। যে কারণে এবার ফেসবুক লাইভে আগেই ভক্তদের সতর্ক করলেন। তিনি ফেসবুক লাইভে ভক্তদের জানান, গতকাল থেকেই তাঁকে অনেক ভক্ত–সহকর্মী একের পর এক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। যে কারণেই তাঁর এই লাইভ আড্ডায় আসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও