সুযোগ ‘হারাল’ পঁচিশ, ছাব্বিশ পথে ফেরাবে?
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চির বিদায়ে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের পরিসমাপ্তি দেখল পঁচিশ।
যে পুরনো ছকে দেশ চলছিল, তা ভেঙে চব্বিশ সবকিছু ঢেলে সাজানোর সুযোগ এনে দিলেও রূপান্তরের যাত্রাপথে পঁচিশের প্রায় পুরোটা সময়জুড়ে সঙ্গী ছিল হতাশা।
ভোটের ফয়সালা হলেও পিছু নিয়েছে রাজনৈতিক অস্থিরতা, হামলা-সংঘর্ষ ও খুনের নানা ঘটনার মধ্যে শঙ্কা বাড়িয়েছে ইনকিবাল মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড, আর ‘প্রশ্নবিদ্ধ’ হয়েছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের অভিযাত্রা। ছাব্বিশ কী পারবে দেশকে কাঙ্ক্ষিত রূপান্তরের বাধাহীন পথে ফেরাতে?
সেই পথে চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ, সাধারণ মানুষের কেউ কেউ। কারো কারো মতে, কেবলমাত্র একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই এই সংকটের ‘উত্তরণ’ ঘটাতে পারে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটকে ‘বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে ‘ভোট রক্ষা করার, দেশকে রক্ষা করার’ আহ্বান জানিয়েছেন।