১ বিলিয়ন ডলারের মালিক, কীভাবে এত ধনী বিয়ন্সে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ২২:১৮
বিশ্বখ্যাত পপ তারকা বিয়ন্সে এখন বিলিয়নিয়ার। ফোর্বসের তথ্য অনুযায়ী, তিনি সংগীতশিল্পীদের মধ্যে পঞ্চম ব্যক্তি, যিনি এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছালেন। এই তালিকায় বিয়ন্সের আগে আছেন তাঁর স্বামী জে–জেড, পাশাপাশি টেইলর সুইফট, ব্রুস স্প্রিংস্টিন ও রিয়ানা। সংগীতজগতের এই অভিজাত ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ যুক্ত হলেন বিয়ন্সেও।
সাম্প্রতিক বছরগুলোতে অভূতপূর্ব সাফল্য
গত কয়েক বছরে বিয়ন্সের ক্যারিয়ার একের পর এক বড় সাফল্যের সাক্ষী হয়েছে। ২০২৩ সালে তাঁর রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর বিশ্বজুড়ে প্রায় ৬০০ মিলিয়ন ডলার আয় করে।
এরপর ২০২৪ সালে তিনি প্রকাশ করেন কান্ট্রি ঘরানার অ্যালবাম ‘কাউবয় কার্টার’। এই অ্যালবামই পরবর্তী সময়ে ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী কনসার্ট ট্যুরের ভিত্তি হয়ে ওঠে।
- ট্যাগ:
- বিনোদন
- তারকার দোষ-গুণ
- তারকার জীবন
- বিয়ন্সে