রাজনীতিতে ক্ষমা চাওয়ার ইতিবাচক চর্চা
রেনেসাঁ যুগের ব্রিটিশ লেখক জন লিলি তাঁর এক লেখায় বলেছিলেন, ‘ভালোবাসা আর যুদ্ধে ন্যায্যতার নিয়ম প্রযোজ্য হয় না।’ তিনি রূপকার্থে এটি বললেও বর্তমানে আমরা এর ব্যবহার দেখতে পাই; বিশেষ করে রাজনৈতিক পটভূমিতে। তাই হয়তো রাজনীতিবিদেরা এমন কিছু কৌশল ব্যবহার করে থাকেন, যার মাধ্যমে তাঁরা জনগণের সহানুভূতি অর্জন করতে পারেন। জনগণের কাছে তাঁদের আগের কোনো কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টিও তেমন একটি। অনেক সময় ক্ষমা চাওয়ার বিষয়টি রাজনৈতিক ফায়দা তোলার সঙ্গেও যুক্ত থাকে।
আমরা যদি বৈশ্বিক পটভূমির দিকে তাকাই তাহলে দেখতে পাই, ক্ষমা চাওয়া একধরনের ‘গুড প্র্যাকটিস’ বা ভালো চর্চা কিংবা প্রত্যাশিত একটি চর্চা হিসেবে দেখা হয়। সমাজের মানুষ যেমন একে ইতিবাচকভাবে গ্রহণ করে, তেমনি রাজনীতিবিদেরাও এর যথাযথ মর্ম উপলব্ধি করতে পারে। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ড্যানিয়েল সেলেরমাজার তাঁর বিখ্যাত দ্য সিনস অব দ্য নেশন অ্যান্ড দ্য রিচুয়াল অব অ্যাপোলজিস বইয়ে এ ধরনের ক্ষমার বিষয়টিকে ব্যাখ্যা করেছেন একধরনের পাবলিক রিচুয়াল বা জনসমক্ষে পালিত আচার হিসেবে।
- ট্যাগ:
- মতামত
- রাজনীতি
- সাম্প্রতিক রাজনীতি
- রাজনীতিবিদ