খালেদা জিয়া: যার নেতৃত্বে বিএনপি হয়ে উঠেছে রাজনৈতিক দল
পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন যে দুজন নেত্রী, তাদের একজন চিরবিদায় নিলেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে আন্দোলনে আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন; তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারেননি।
চার দশকের বেশি সময় তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন, তিন দফায় দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ শাসন।
লেখক ও রাজনৈতিক ইতিহাসবেত্তা মহিউদ্দিন আহমদের মতে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন ‘ক্ষমতার বলয়ের ভেতরে থেকে’। কিন্তু এরপর খুব বেশি সময় তিনি পাননি। তার স্ত্রী খালেদা জিয়াই বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে এগিয়ে নিয়ে গেছেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিহত হলেন, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ।
সাংবাদিক শফিক রেহমান তার 'সংগ্রামী নেত্রী খালেদা জিয়া' শীর্ষক লেখায় সেই সময়ের বর্ণনায় লিখেছেন: “খালেদা জিয়া তার দুই শিশু ছেলেসহ ছিলেন ঢাকার ক্যান্টনমেন্টে তাদের বাসভবনে। আগে তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে তাকে বেশি দেখা যেত না।
“আগস্ট ১৯৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও খালেদা লাজুক গৃহবধূরূপে তার দুই ছেলে তারেক রহমান (ডাকনাম পিনো) এবং আরাফাত (ডাকনাম কোকো)-কে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন।”
জিয়াউর রহমান নিহত হওয়ার পর তখনকার উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির চেয়ারপারসন হন। ১৯৮২ সালের ২৪ মার্চ ভোরে সেনাপ্রধান জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর দলীয় রাজনীতিতে বিচারপতি সাত্তার প্রভাবহীন হয়ে পড়েন।
ওই সময় খালেদা জিয়াকে রাজনীতিমুখী করতে বিএনপির মধ্যে চাপ তৈরি হয়। বিচারপতি সাত্তার রাজনীতি থেকে অবসর নিলে ১৯৮৪ সালের ১২ জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। এরপর ১৯৮৪ সালের ১ মে তিনি হন দলের চেয়ারপারসন হন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির সঙ্গে থাকা খন্দকার মোশাররফ হোসেন এখন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গৃহবধূ থেকে ম্যাডামের রাজনীতিতে আসাটা ছিল বিএনপির রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট। দলের নেতৃত্বে এসে তিনিই বিএনপিকে একটি জনপ্রিয় দলে পরিণত করতে সক্ষম হয়েছিলেন।”