আইবিএস : নির্দিষ্ট চিকিৎসা নেই তবে নিয়ন্ত্রণ সম্ভব

বণিক বার্তা প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭

ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস পেটের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এটিকে অনেকে আমাশয়ও বলে থাকেন। দেশের ১০ শতাংশ মানুষ এ রোগে ভুগে থাকে। পুরুষদের তুলনায় নারীরাই এ রোগে বেশি ভোগেন। ইরিটেবল বাওয়েল সিনড্রোম হচ্ছে পরিপাকতন্ত্রের ফাংশনাল সমস্যা। এখানে পরিপাকতন্ত্রের গঠনগত কোনো পরিবর্তন হয় না।


আইবিএসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। রোগীর লক্ষণ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেসব খাবার খেলে সমস্যা হয় সেসব খাবার খাওয়া পরিহার করতে হবে। বিশেষ করে দুধ ও দুধের তৈরি বিভিন্ন খাবার, শাকপাতা। কোন খাবারে কোন রোগীর সমস্যা হয় সেটা আগে থেকে চিহ্নিত করতে পারলে এবং সেই খাবার যদি পরিহার করা যায় তাহলে রোগী অনেকটা ভালো থাকবেন। এছাড়া রোগীর মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা কমাতে হবে। প্রয়োজনে আইবিএসের ধরন অনুযায়ী চিকিৎসক ওষুধ দেবেন রোগীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও