বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ঢাকায় সংবাদপত্র অফিস ও ছায়ানটে হামলা এবং ভালুকায় দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে হত্যার ঘটনা ছিল সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত। ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর সে রাতেই স্বার্থান্বেষী মহল বহুল আলোচিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তার পরপরই সংগীত শিক্ষায়তন ছায়ানটও হামলার শিকার হয়। হামলার এ ঘটনা ছিল খুবই নিন্দনীয়। ভালুকায় দিপু চন্দ্র দাস হত্যার ঘটনা ছিল আরও মর্মান্তিক ও নৃশংস, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ব্যক্তিগতভাবে আমি এ ঘটনাগুলো মেনে নিতে পারিনি।


কোনো কোনো সংবাদপত্রের ভাষা ও উদ্দেশ্য কারও ভালো না-ও লাগতে পারে। কেউ কেউ হয়তো অন্য কারও এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতেই পারে। এজন্য দেশে আইন আছে। কারও পছন্দ না হলে আইনের আশ্রয় নিতে পারে। তাই বলে এভাবে হামলা করতে হবে? ছায়ানট কী অপরাধ করেছিল? এমন একটি সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে হামলা হবে, তা মেনে নিতে পারছি না। ভালুকায় মিথ্যা অপবাদ দিয়ে দিপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের প্রতিফলন হতে পারে না। হত্যাকাণ্ডের পর জানা গেছে, যে অভিযোগ দিপুর বিরুদ্ধে তোলা হয়েছিল, তা ছিল সম্পূর্ণ মিথ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও