টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, বাড়তি ভাড়ায় ‘ভোগান্তি’
শীতের আবহ, সঙ্গে বড়দিন ও সাপ্তাহিক ছুটির টানা অবকাশে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। খালি নেই হোটেল-মোটেলের কোনও কক্ষ। কুয়াশাচ্ছন্ন সকালেও সাগরতীরে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো সৈকত এলাকা।
সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত এলাকাজুড়ে শনিবার সকাল থেকে দেখা গেছে জনসমুদ্র। সূর্যের দেখা না মিললেও ভ্রমণপিপাসু মানুষের আনাগোনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সাগরতটে।
টানা ছুটির সুযোগে কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধু বা সহকর্মীদের সঙ্গে, আবার কেউ দলবেঁধে পাড়া-প্রতিবেশীসহ সৈকতে ভিড় জমিয়েছেন। সমুদ্রে সামনে দাঁড়িয়ে কেউ ঢেউ উপভোগ করছেন, কেউ ক্যামেরায় মুহূর্ত ধরে রাখছেন, আবার কেউ বিচ বাইক, ঘোড়া কিংবা জেটস্কিতে চড়ে আনন্দে মেতেছেন। তবে শীত উপেক্ষা করে সাগরের নেমে পড়েছেন অধিকাংশ পর্যটক।